এটি ফুটবলেরই এক আইকনিক দৃশ্য, হ্যান্ড অফ গড। ম্যারাডোনার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে অম্যারাডোনাসুলভ গোল। ইংল্যান্ড-আর্জেন্টিনা বারুদ ঠাসা কোয়ার্টার ফাইনালের এক মুহূর্তে গোলরক্ষকের বিরুদ্ধে বাতাসে একটা বল জিততে অনেকটা লাফিয়ে ওঠেন ম্যারাডোনা। মাথায় নাগাল না পাওয়ায় হাতই লাগিয়ে দেন বলে। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সে হুহূর্তটিকে ঐশ্বরিক সহযোগিতা বলে দাবি করে বসেন আর্জেন্টাইন কিংবদন্তি। হ্যান্ড অফ গড আখ্যায়িত করেন সেটিকে। রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়েগো ম্যারাডোনা বলেন, হ্যান্ড অফ গ-এর জন্য নাকি গ্রেফতার হতে পারতেন। বর্তমান সময়ে রেফারিরা নির্ভুল সিদ্ধান্তের জন্য ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (VAR) সাহায্য নিয়ে থাকেন৷ ১৯৮৬ বিশ্বকাপে এই ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হলে ইংল্যান্ডের বিরুদ্ধে তার গোল সহজেই বাতিল হত বলে মনে করেন মারাদোনা৷ শুধু তাই নয়, মজা করে ম্যারাডোনা বলেছেন, ভিএআর প্রযুক্তি থাকলে সেদিন আমি গ্রেফতারও হতে পারতাম৷ ৮০ হাজার দর্শকদের সামনে চুরি করা সম্ভব নয়৷ সূত্র: পূর্বপশ্চিম এমএ/ ০৩:২২/ ০১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kEmTtC
June 01, 2018 at 09:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন