বেঙ্গালুরু, ১০ জুনঃ এবার ট্রেনে সফরকালে আর হকারদের অপেক্ষা করতে হবে না। চা-কফি, কোল্ড ডিঙ্কস, কেক, বিস্কুট, চিপস সবই পাওয়া যাবে ট্রেনেই। ট্রেনে প্রথম অটোম্যাটিক ফুড ভেন্ডিং মেশিন চালু করল রেল।
কোয়েম্বাটোর-বেঙ্গালুরু উদয় এক্সপ্রেসে প্রথম এই পরিসেবা চালু করেছে ভারতীয় রেল। পাওয়া যাবে বিভিন্ন রকমের স্ন্যাক্স, প্যাকেজড ফুড, চিপস, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, চা-কফি। এই ট্রেনে ফুড ভেন্ডিং মেশিন ছাড়াও ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়াইফাই, জিপিএস বেসড যাত্রী তথ্য ব্যবস্থা রয়েছে। যাত্রীদের নৈশভোজের জন্য রয়েছে এক্সক্লুসিভ ডাইনিং এরিয়া। শুক্রবার থেকে যাত্রা শুরু করেছে ডবলডেকার উদয় এক্সপ্রেস। চলবে কোয়েম্বাটোর থেকে বেঙ্গালুরু পর্যন্ত।
গত সপ্তাহে বাছাই করা ৮টি শতাব্দী ও রাজধানী এক্সপ্রেসে পরিবেশ বান্ধব ফুড প্যাকেজিং-এর ট্রায়াল রান শুরু করেছে ভারতীয় রেল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MfLeCP
June 10, 2018 at 07:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন