রিয়াল মাদ্রিদ খুঁজে পেয়েছে জিনেদিন জিদানের উত্তরসূরিকে। বিশ্বকাপ শেষে ক্লাবটির দায়িত্ব নেবেন স্পেনের কোচ হুলেন লোপেতগি। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে রিয়াল। লোপেতগির এই নিয়োগ বিস্ময়কর বলা চলে। গত মে মাসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন তিনি। তাছাড়া রিয়ালের নতুন কোচ হিসেবে কেবল টটেনহ্যামের বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো ও পোর্তোর কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াসের নাম শোনা গেছে। এক বিবৃতিতে রিয়াল জানায়, ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদের কোচ হবেন হুলেন লোপেতগি। রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে পরের তিন মৌসুমের জন্য দলের কোচ হবেন লোপেতগি। হ্যাটট্রিক ইউরোপ চ্যাম্পিয়নদের কোচ হওয়ার আগেই ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি হতে হচ্ছে লোপেতগিকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। সূত্র: গোল ডটকম আর/১০:১৪/১২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JKrzfN
June 13, 2018 at 05:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top