ঢাকা, ১১ জুন- ভারতকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ। সোমবার (১১ জুন) দশম জাতীয় সংসদের দিনের কার্যসূচির শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের পক্ষে এই অভিনন্দন জানান। এ সময় সংসদে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে সালমাদের বিজয়কে অভিনন্দন জানান। বাংলাদেশের নারী দলের শিরোপা অর্জনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, এ অর্জন বাংলাদেশের জন্য অনন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে। এ অর্জনে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। রোববার (১০ জুন) মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সোমবার (১১ জুন) বিকেলে দেশে ফিরবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে। সূত্র: সারাবাংলা এমএ/ ০১:০০/ ১১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sROn2C
June 11, 2018 at 07:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top