মুম্বাই, ২২ জুন- চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডপাড়ায় এই দুই তারকার প্রেমের গুঞ্জনই এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। ছেলের বউ হিসেবে নাকি রণবীরের মায়ের দারুণ পছন্দ আলিয়াকে। যদিও এর আগে ক্যাটরিনার সঙ্গে এই নায়কের প্রেমের সময়ও মায়ের কাছে সহযোগিতা পেয়েছেন বলে শোনা যায়। রণবীর-আলিয়ার প্রেম নিয়ে ভারতের গণমাধ্যমে একের পর এক গসিপ হলেও এ বিষয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। এদিকে সম্প্রতি চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে প্রশ্ন করেন, তুমি তো বহুবার প্রেমে পড়েছো, কখনও কী তোমার এই বিষয়টাকে জটিল বলে মনে হয়েছে? জবাবে রণবীর বলেন, প্রেমে পড়া পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। প্রেমে পড়লে সবকিছুই সুন্দর লাগে। তখন যদি পানিও খাওয়া হয়, সেটাও শরবত লাগে। কিছুদিন আগে রণবীর জানান, আমার একজন স্ত্রী থাকুক, নিজের সন্তান আসুক। আমি স্ত্রী, সন্তান নিয়ে সংসার করতে চাই। বিয়ের ইঙ্গিত কিন্তু আলিয়াও দিয়েছেন। নায়িকার ভাষ্য, তিনিও ৩০ বছরের আগেই বিয়ে করতে চান। আলিয়াকে ইদানিং নিজের কাছে কাছে রাখতে রণবীরের জ্যাকেট গায়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। রণবীর আলিয়া দুই তারকাই অতীতে একাধিক প্রেম করেছেন। তবে তাদের প্রেম কতদিন টেকে, এই বিষয়টি নিয়েও সংশয় রয়েছে। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tmyyBY
June 23, 2018 at 05:19AM
22 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top