রতুয়া(মালদা), ২৯ জুনঃ ন্যায্যমূল্য না পেয়ে রাজ্য সড়কে আম ফেলে বিক্ষোভ দেখালেন আমচাষীরা। শুক্রবার দুপুরে রতুয়া-১ ব্লকের হাটখোলায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে সেখানে পৌঁছান রতুয়া থানার ওসি দেবব্রত চক্রবর্তী ও রতুয়া-১ ব্লকের জয়েন্ট বিডিও শুভঙ্কর আচার্য। ঘণ্টাখানেক পর প্রশাসনের হস্তক্ষেপে আমচাষীরা অবরোধ তুলে নেন।
অবরোধকারীরা জানিয়েছেন, এবছর আম চাষ ভালো হয়েছে। কিন্তু আমের ন্যায্যমূল্য মিলছে না। ফলে আমচাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বর্তমান বাজারে যেখানে আম ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা সেখানে ৫-৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনকি, নিপার আতঙ্কে অনেক আড়তের মালিক আম কিনতেও চাইছেন না। আমচাষীদের বক্তব্য, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে আমচাষ করেছি। যদি তা ন্যায্যমূল্য বিক্রি করা না যায় তাহলে আমরা ব্যাপক সমস্যায় পড়ব। আমের ন্যায্যমূল্যের দাবিতেই এদিন এই কর্মসূচি নিয়েছি।’
তথ্য ও ছবিঃ পান্না
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kw3giF
June 29, 2018 at 07:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন