নিঝনি নভোগরোদ, ২১ জুন ঃ জিতলে নক আউট পর্যায়ের দিকে অনেকটা এগিয়ে যাওয়া, আর হারলে কার্যত বিদায়। এই পরিস্থিতিতে আজ নিঝনি নভোগরোদ স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে লিওনেল মেসি অার্জেন্টিনা। লুকা মদরিচ- মারিও মান্দুকিচরা যখন নাইজিরিয়াকে হারিয়ে যখন তিন পয়েন্ট ঘরে তুলে নিয়েছে, তখন প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে আর্জেন্টিনা। আজ সরাসরি না জিততে পারলে অন্যদের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় থাকবে না মেসিদের। তাই অার্জেন্টিনার কোচ সাম্পাওলি কী স্ট্র্যাটেজিতে দল নামান তাই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। অন্যদিকে, প্র্যাকটিসে নিজেকে নিংড়ে দিচ্ছেন এলএমটেন। একদিকে, দুই ম্যাচে চার গোল করে অনেকটাই এগিয়ে গিয়েছেন রোনাল্ডো। অন্যদিকে, প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে প্রবল চাপে মেসি। তাই এদিন নিজেকে ছাপিয়ে যেতে না পারলে ফের বিশ্বসেরা কে, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দেবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2llSbG3
June 21, 2018 at 01:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন