কলকাতা, ১ জুনঃ রহস্যজনক মৃত্যু হল এক গৃহবধূর। বাঁশদ্রোণীর ঘটনা। মৃতার নাম পায়েল রায়(৩২)। নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। স্বামীকে আটক করলেও শ্বশুড়বাড়ির অন্য সদস্যরা পলাতক। পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বশুরবাড়ির অত্যাচারের জেরেই এমন ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। তারপর তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। গত বছর জানুয়ারিতে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা পায়েলের সঙ্গে বাঁশদ্রোণীর মৃগাঙ্ক রায়ের বিয়ে হয়। পায়েলের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত। একাধিকবার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগও উঠেছে।
অভিযোগ, গতকাল পায়েল অসুস্থ বলে প্রথমে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। কিন্তু রাত ১০টা নাগাদ মৃগাঙ্ক ফের ফোন করে বলেন, পায়েল মারা গিয়েছেন। পরিবারের দাবি, মৃত্যুর ঘণ্টাদুয়েক আগেও মায়ের সঙ্গে কথা বলেন পায়েল। এমনকি জামাই ষষ্ঠীতেও বাপের বাড়িতে যাবেন বলেন।
মৃতার বাড়ির লোকের অভিযোগ, মৃগাঙ্ক, তাঁর দাদা মৃদুল ও শ্বশুরবাড়ির অন্যরা পরিকল্পিতভাবে খুন করেছেন তাঁকে। ঘটনার তদন্তে পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃগাঙ্ক রায়কে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2stU2fd
June 01, 2018 at 12:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন