জনপ্রিয় মার্কিন র‌্যাপ শিল্পীকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা

ফ্লোরিডা, ১৯ জুনঃ এক্স এক্স এক্স টেনটাসিয়ন জাশে ওরফে ডায়েন অনফ্রয়। ২০ বছর বয়সি জনপ্রিয় মার্কিন এই র‌্যাপ শিল্পীকে সোমবরা গুলি করে হত্যা করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সোমবার বিকেলের একটু আগে অনফ্রয় একটি দোকান থেকে বেরোচ্ছিলেন। সেই সময় দুই সশস্ত্র ব্যক্তি তাঁকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের ধারণা এটি ডাকাতির ঘটনা হতে পারে। মার্কিন র‌্যাপ সংগীতে নতুন মাত্রা যুক্ত করা এই শিল্পীকে প্রতিভাবান সংগীত শিল্পী হিসেবে গণ্য করা হত। গত বছরের আগস্টে অনফ্রয়ে প্রথম অ্যালবাম সেভেন্টিন প্রকাশ হওয়ার পর বিখ্যাত হয়ে ওঠেন। অনলাইনে  লক্ষ লক্ষ বার তাঁর গান শোনা হয়। খ্যাতির পাশাপাশি বিতর্কিতও ছিলেন তরুণ এই শিল্পী। পারিবারিক হিংসার অভিযোগে ২০১৬ তে গ্রেফতারও করা হয়েছিল অনফ্রয়কে। তাঁর এক মাস পরে বান্ধবীকে মারধরের অভিযোগে জেলেও যেতে হয়েছিল তাঁকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JPC0zq

June 19, 2018 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top