মক্কা, ১৭ জুন- সৌদি আরবের মক্কায় আত্মহত্যা করেছেন এক বাংলাদেশি। কাবা পরিভ্রমণ এলাকায় গ্যান্ড মসজিদের (হারাম মসজিদ) দ্বিতীয় তলা থেকে তিনি লাফিয়ে পড়েন। বুধবার এ ঘটনা ঘটে। এর আগে একই সপ্তাহে মক্কায় ফ্রান্সের এক নাগরিক আত্মহত্যা করেন। নিহত বাংলাদেশির পরিচয় পাওয়া যায়নি। ভবন থেকে পড়ার সময় নিচে প্রার্থণারত সুদানের এক নাগরিকের ওপর পড়ে যান তিনি। এতে ওই সুদানিয়ান মারাত্মক আহত হন। সুদানের ওই নাগরিককে প্রাথমিকভাবে নিকটস্থ আজাদ হাসপাতালে এবং পরবর্তীতে নূর হাসপাতালে নেয়া হয়। দেশটির রিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তারা পর্যবেক্ষণকারী ক্যামেরাগুলো পরীক্ষা করে দেখেন যে, বাংলাদেশি নাগরিক নিজে নিজেই দোতালার দেয়াল টপকিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। মুসলিম বিশ্বে মসজিদ এলাকাটি অত্যন্ত ব্যস্ততম। বুধবার সন্ধ্যায় মসজিদটিতে রমজান মাসের শেষ তারাবির নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। তখন এই মসজিদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় দুই মিলিয়ন ধর্মপ্রাণ মুসল্লি প্রার্থণারত ছিলেন। গত সপ্তাহে ২৬ বছর বয়সি ফ্রান্সের এক নাগরিক মসজিদটির ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেন। সূত্র: গাল্ফ নিউজ আর/০১:১৪/১৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JT94lW
June 17, 2018 at 07:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন