কলকাতা, ২০ জুন- ফের তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করলেন মুকুল রায়৷ এবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা মমতাকে ডাকাত বলে অভিহিত করলেন৷ মঙ্গলবার বিকেলে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে বিজেপির একটি বিক্ষোভ কর্মসূচি ছিল৷ ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত বলেন মুকুল রায়৷ তাঁর কথায়, বাংলায় ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে আমরা পরিবর্তন এনেছিলাম। কিন্তু সেই পরিবর্তনের নামে কী দেখলাম? চোর তাড়িয়ে ডাকাত আনলাম আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডাকাত। গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ডাকাত। কেন তিনি একথা বলছেন, সেই ব্যাখ্যাও এদিন শোনা গিয়েছে মুকুল রায়ের গলায়৷ তিনি বলেছেন, ২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে ১১ শতাংশ প্রার্থী ভোটে দাঁড়াতে পারেনি। ২০১৮ তে তা বেড়ে দাঁড়ায় ৩৪ শতাংশে। ২০১১ সালে সিপিএমকে সরানোর উদ্দেশ্য ছিল রাজ্য থেকে চোরকে তাড়ানো হবে। এখন ডাকাতকে নিয়ে এলাম। রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ডাকাত আর নেই। পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে মুকুল রায় বলেন, এবার পঞ্চায়েতে ৩৪ শতাংশ আসনে ভোট হয়নি, তা সত্ত্বেও ৭৭ জন সারা রাজ্যে মারা গিয়েছে। এটা বাংলার রক্তক্ষরণ। রাজ্যে এত উন্নয়ন হয়েছে যে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। তাহলে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় উন্নয়ন কি রাস্তায় দাঁড়িয়ে ছিল না? এখানেই না থেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট গঠনের উদ্যোগ নিয়েও কটাক্ষ করতে শোনা যায় মুকুল রায়কে৷ তিনি বলেন, উনি দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। দিল্লিতে ফেডারেল ফ্রন্টও হবে না আর মমতা প্রধানমন্ত্রীও হতে পারবেন না। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল বলেন, কেন্দ্রে ফেডারেল সরকার গড়ার দিবাস্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ফেডারেল সরকার হবে না। তাই ফেডারেল ফ্রন্ট নিয়ে আলোচনার কোনও যুক্তি নেই। মুকুল রায় হাওড়া জেলা প্রশাসনের বিরুদ্ধেও তোপ দাগেন৷ বলেন, আজ আমাদের জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল। হাওড়ার জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক কেউই সেই ডেপুটেশনের কপি জমা নেননি। ফলে ডেপুটেশনের কপি আমাদের ডেসপ্যাচে জমা দিতে হয়েছে। হাওড়ার জেলাশাসক মনে রাখুন আপনার নেতৃত্বে আগামী লোকসভায় হাওড়ার নির্বাচন হবে না। নির্বাচন কমিশন প্রতি মুহূর্তের প্রতি পদক্ষেপের খবর রাখছে। উল্লেখ্য, রাজ্যের শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সমস্ত জেলাশাসক অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। মঙ্গলবার হাওড়াতেও এই কর্মসূচির আয়োজন করা হয়। হাওড়া ফ্লাইওভারের নিচে কর্মী সমর্থকরা হাজির হন। এখানে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় নেতা মুকুল রায়। এছাড়া বক্তব্য রাখেন শমীক ভট্টাচার্য, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জয় বন্দ্যোপাধ্যায়-সহ হাওড়া জেলা নেতারা। এমএ/ ০২:৩৩/ ২০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tcn4Rx
June 20, 2018 at 08:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন