ঢাকা, ২০ জুন- পাঁচ বছরের জন্য নতুন এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) ঘোষণা করেছে আইসিসি। তাতে ম্যাচ বাড়ছে বাংলাদেশের। ২০১৮ সালের মে মাস থেকে ২০২৩ সালের মে পর্যন্ত কমপক্ষে ১৬২টি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা, যার অর্ধেকেরও বেশি খেলতে হবে দেশের বাইরে। আইসিসির এই এফটিপির আওতায় আছে টেস্ট আঙিনার ১২ সদস্য আর সহযোগী একটি দল। প্রস্তাবিত হোম-অ্যাওয়ে লিগভিত্তিক টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকবে এই এফটিপির ভেতরেই। আর ওয়ানডে লিগে পূর্ণ সদস্য ১২ দলের সঙ্গে ১৩তম দল হিসেবে খেলবে নেদারল্যান্ডস। নতুন এফটিপিতে বেশ ব্যস্ত সময় কাটবে মাশরাফি-সাকিবদের। আগামী পাঁচ বছরে মোট ৪৫টি টেস্ট খেলবে বাংলাদেশ, প্রতি বছর গড়ে ৯টি। এর মধ্যে ২৪টি টেস্টই তাদের খেলতে হবে বিদেশের মাটিতে, ২১টি খেলবে দেশে। এছাড়া অন্ততপক্ষে ৭২টি ওয়ানডে খেলার সুযোগ পাবে টাইগাররা। সেখানেও বেশিরভাগ দেশের বাইরে। ৪৫টি বিদেশে, দেশে ২৭টি। নতুন এফটিপির অধীনে কমপক্ষে ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচও পাচ্ছে বাংলাদেশ। এই ফরমেটেও বিদেশে খেলবে বেশি। ৩৪টি বিদেশে আর ২৪টি দেশে। এছাড়া পাঁচ বছরে ৭টি বড় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে আছে ২০২০ সালে এশিয়া কাপ, ২০২০ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ সালে আবার এশিয়া কাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ নয় দলের মধ্যে থাকায় ফাইনাল খেলারও সুযোগ থাকছে বাংলাদেশের। এছাড়া বিশ্বকাপের সূচি নির্ধারিত হলে সেখানেও ম্যাচ বাড়ার সম্ভাবনা থাকছে। সবমিলিয়ে নতুন এফটিপিতে দম ফেলার ফুসরত পাবে না টাইগাররা। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ib40Ig
June 21, 2018 at 05:31AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.