মুম্বাই, ২০ জুন- বলিউডের সিনেমায় অভিনয় করছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। এ খবর তো প্রায় সবাই জানেন। এবার বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় জাহ্নবী। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুলাই বড় পর্দায় দেখা যাবে জাহ্নবীকে। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেখা সাক্ষাৎকারে বলেছেন নানা কথা। তিনি জানিয়েছেন, মায়ের মৃত্যুর পর সিনেমা তাকে নতুন স্বপ্ন দেখিয়েছে। সিনেমার সঙ্গেই তার দিন শুরু, সিনেমাতেই দিনের শেষ। সিনেমা ছাড়া যেন কোনও কিছুই ভাবতে পারতেন না জাহ্নবী। মায়ের মৃত্যুর পর সিনেমার কাজ না থাকলে হয়তো বেঁচে থাকতে পারতেন না। গত ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। জাহ্নবী তখন ধড়ক ছবির কাজ নিয়ে ব্যস্ত। সেই কাটিয়ে মায়ের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই শুটিং ফ্লোরে ফিরে গিয়েছিলেন জাহ্নবী। শ্রীদেবী কন্যা বলেন, পরিবারের পাশাপাশি কাজের মধ্যে থাকায় এগিয়ে চলার শক্তি পেয়েছি। ধড়ক এর শুটিং ফ্লোরে যদি ফিরে না আসতাম বা অভিনয় না করতে পারতাম তবে হয়তো আমার জন্য সময়টা খুবই কষ্টের হতো। আমার মনে হয়, ফিল্মের কাজ থাকায় বা অভিনয় করাটাই আমাকে অনেকভাবেই বাঁচিয়ে দিয়েছে। শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে জাহ্নবী বলেন, সিনেমার প্রতি বরাবরই একটা ঝোঁক ছিল। আর বাড়ির পরিবেশটাই তেমন ছিল। আমাদের মধ্যে শুধুমাত্র সিনেমা নিয়েই আলোচনা চলত। প্রথম সিনেমার অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্নে জাহ্নবী বলেন, মনে হয় যেন আমার স্বপ্ন সত্যি হয়েছে। ধড়ক ছবিতে অভিনয় করাটা এখনও বিশ্বাসই করতে পারছি না। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tebnd9
June 21, 2018 at 12:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top