শিলং, ৩ জুনঃ গোষ্ঠীসংঘর্ষের জেরে উত্তপ্ত শিলংয়ে জারি রইল কারফিউ। বড়ো ধরণের হিংসার খবর পাওয়া না গেলেও এখনই কারফিউ শিথিল করতে চাইছে না প্রশাসন। তবে শহরের বেশ কিছু এলাকায় ছোটোখাটো ঘটনার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, অন্তত ৫০০ জন শিলংয়ের বাসিন্দাকে হিংসার হাত থেকে রক্ষা করতে সেনা ক্যানটনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একটি বাসের কন্ডাকটরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গোষ্ঠী। পুড়িয়ে দেওয়া হয় বাড়ি, ভাঙচুর করা হয় দোকান, গাড়ি। পরিস্থিতি মোকাবিলায় ইনটারনেট ও এসএমএস পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হিংসায় জড়িত থাকার সন্দেহ এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JcjYmC
June 03, 2018 at 11:28AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন