নয়াদিল্লী, ১৭ জুন- এবার বলিউড কন্ঠশিল্পীর বিরুদ্ধে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। জুবিন নৌতিয়াল নামে ওই বলি গায়কের বিরুদ্ধে শুক্রবার দিল্লির বসন্ত বিহার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতার বন্ধু শশাঙ্ক মালিক৷ পাল্টা তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন জুবিন। দুটি অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের কাছে অভিযোগে নিগৃহীতার বন্ধু শশাঙ্ক জানিয়েছেন বৃহস্পতিবার রাতে একটি হোটেলে তাঁর বন্ধুকে শ্লীলতাহানি করেন জুবিন। প্রতিবাদ জানালে জনা দশেক ছেলেকে সঙ্গে নিয়ে তাঁকেও মারধর করা হয়। অপরদিকে শশাঙ্ক ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন জুবিনও৷ তিনি জানিয়েছেন, পার্টি চলাকালীন হঠাৎ তাঁরা সেখানে এসে হাজির হয়। তাদের পার্টি ছেড়ে চলে যেতে বলা হয়। কিন্তু তাঁরা গায়কের গাড়িতে ভাঙচুর চালিয়ে চলে যায়। ২০১২ সালে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন জুবিন। একাধিক ছবিতে প্লেব্যাকও করেন৷ বজরঙ্গি ভাইজান ছবিতে জিন্দেগি কুচ তো বাতা গানটির জন্য বেশ কিছু পুরস্কার পান। ২০১৬ সালে তাঁকে মীরচি পুরস্কারে সম্মানিত করা হয়। বলিউডকে একাধিক হিট গান উপহার দিয়েছেন জুবিন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LVQyKm
June 18, 2018 at 02:11AM
17 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top