বল বিকৃতির ঘটনায় এক বছর নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেট দলের অধিনায়ক স্টিভ স্মিথ। শুধু তাই নয়, চলে যায় তার অধিনায়কত্বও। এমনকি বোর্ড থেকে বলেও দেওয়া হয় স্মিথ যদি আবারও ফিরেন তাহলে তাকে দ্বিতীয়বার অধিনায়কের দায়িত্ব দেওয়ার আগে ভাববে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে বল টেম্পারিংয়ের নিষিদ্ধ হওয়ার দিনটা বেশ কষ্টের ছিল স্মিথের জন্য। হিন্দুস্তান টাইমকে দেওয়া এক সাক্ষাতকারে স্মিথ বলেন, সত্য কথা বলতে কি আমি টানা চার দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেছিলাম। ভাগ্য ভালো যে আমি আমার কাছে আমার ফ্যামিলি এবং বন্ধু-বান্ধবদের পেয়েছিলাম যারা কিনা আমাকে সব সময় সাপোর্ট দিয়েছে। আরও পড়ুন: কানাডায় স্মিথের সঙ্গে খেলবেন ওয়ার্নার গ্লোবাল টুর্নামেন্টে স্মিথ খেলবেন টরেন্টো ন্যাশনালের হয়ে। সেখানে স্মিথের দলের হয়ে খেলবেন ড্যারেন স্মিথ, কামরান আকমল, কাইরন পোলার্ডরা। আর সেই দলের কোচ হিসেবে থাকবেন ফিল সিমন্স। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ০৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JiBuFG
June 05, 2018 at 03:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top