মুম্বাই, ১৬ জুন- ভারত থেকে মার্কিন মুলুক, সিনেমার তারাদের বাজারে অবাধ যাতায়াত তাদের। সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মধুচক্রের ব্যবসা ফেঁদে তড়তড়িয়ে ফুলেফেঁপে উঠেছিল এই যুগল। বাধ সাধল পুলিশ। একটি সর্বভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তামিল প্রোযোজক মদুগুমুদি কিশান ও তাঁর স্ত্রী চন্দ্রা দীর্ঘদিন ধরে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ডাকসাইটে মহিলা পাচার করত আমেরিকায়। শুধু তাই নয়, রীতিমতো ক্যটলগ তৈরি করে এই দম্পতি টলিউডের (তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি) মেয়েদের বিপনন করত দেশ বিদেশের নানা সাংস্কৃতিক সম্মেলনগুলিতে। একেকটি যৌন সম্পর্কের জন্য় তারা প্রায় তিন হাজার ডলার পকেটে পুরতো। কিশান তেলুগু ছবির রীতিমতো নামজাদা প্রযোজক। তার সুযোগ নিয়েই অভিনেত্রীদের ব্ল্যাকমেল করত সে। আর তাঁর স্ত্রী ছিলেন এই মধুচক্রের মক্ষীরাণী। শিকাগো পুলিশ এই দম্পতিকে ৪২ পাতার চার্জশিট ধরিয়েছে। তদন্তে নেমে তারা চন্দ্রার মোবাইল থেকে ক্লায়েন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পেয়েছে। গত ফেব্রুয়ারি মাসেই শিকাগো পুলিশ মরিয়া হয়ে এদের ধরতে চেষ্টা করেছিল। ফ্ল্যাট থেকে সেবার উদ্ধার হয় বহু কন্ডোম, জিপ লক করা ব্যাগ, ও নাগরিক পরিচয়পত্র। একটুর জন্য ফসকে পাখি পালিয়ে যায়। ফের তল্লাশি চালিয়ে, এপ্রিল মাসে এই যুগলকে হাতেনাতে ধরে পুলিশ। সম্প্রতি শিকাগো পুলিশ এদের চার্জশিট দেওয়ায় বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JGvcUx
June 16, 2018 at 10:23PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন