দলিত প্রেম দেখাতে এবার আলিগড়, জামিয়ায় দলিতদের জন্য সংরক্ষণ চাইলেন যোগী

লখনউ, ২৬ জুনঃ বারবার বিজেপিকে দলিতবিরোধী আখ্যা দেওয়ায় এবার দলিত ছাত্রছাত্রীদের জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ চাইলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর এই দাবির বিরোধিতা করে ছাত্র সংগঠনগুলির দাবি, যোগী আইন জানেন না।

গতকাল রাজ্যের মন্ত্রী অর্চনা পাণ্ডের বাবার বাৎসরিক উপলক্ষ্যে কনৌজ গিয়েছিলেন যোগী। সেখানেই আলিগড় ও জামিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই দুই প্রতিষ্ঠানে দলিতদের সংরক্ষণ দেওয়া উচিত। তিনি বলেন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দলিত সংরক্ষণ থাকলে আলিগড়, জামিয়াই বা বাদ যাবে কেন। দলিতদের বিরুদ্ধে যারা বৈষম্যের অভিযোগ তোলেন, এই দুই প্রতিষ্ঠানে তাদের দলিত সংরক্ষণ সমর্থন করা উচিত।

যোগীর এই মন্তব্যের পরই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের দাবি, যোগী আইন জানেন না। আলিগড় ও জামিয়া ধর্মীয় সংখ্যালঘু প্রতিষ্ঠান, তাদের নিজেদের আইন তৈরির অধিকার রয়েছে। আলিগড় কর্তৃপক্ষের দাবি, ধর্মের ভিত্তিতে তারা আপাতত সংরক্ষণ দিচ্ছে না।

কেন্দ্রীয় সাহায্যে চলা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কীভাবে সংখ্যালঘু প্রতিষ্ঠান, তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yHZu4f

June 26, 2018 at 11:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top