নয়া দিল্লী, ১৭ জুন- ভারতের রাজধানী দিল্লির দূষণ, উন্নয়ণ কার্যক্রমসহ বিভিন্ন অচলাবস্থা কাটাতে এবং আইএএস অফিসারদের ধর্মঘট প্রত্যাহারের দাবিতে সেখানকার উপরাজ্যপালের বাড়িতে ছয় দিন ধরে অনশন করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর দিল্লির সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে এসেছেন মমতা ব্যানার্জিসহ ভারতের চার রাজ্যের মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে না পেরে কেজরিওয়ালের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, এইচডি কুমারস্বামী, পিনরাই বিজয়ন ও চন্দ্রবাবু নাইডু। এরপর এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, গণতন্ত্রে বিরোধী দলেরও মর্যাদা আছে। দিল্লি দেশের রাজধানী। চার মাস ধরে এখানে উন্নয়নের কাজ থমকে রয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ছয় সেকেন্ডে সময় দেননি দিল্লির মুখ্যমন্ত্রীকে। বিদ্যুত, দূষণ বাড়লে ভুক্তভোগী হন সাধারণ মানুষই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, চার মাস ধরে বিষয়টির সমাধান হচ্ছে না। রাজধানীতেই এই অবস্থা হলে দেশে কী হবে! উপরাজ্যপালকে চিঠি লিখেছিলাম, আমরা অরবিন্দের সঙ্গে দেখা করতে চাই। মৌখিকভাবেই আমাদের আসতে মানা করলেন। সন্ধে থেকে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করেছি। আমাদেরও সময়ের দাম আছে। শুধু দিল্লি নয়, যেকোনো রাজ্যের মুখ্যমন্ত্রীই সমস্যায় পড়লে পাশে দাঁড়াবো। শনিবার আবার মোদির সমালোচনা করে টুইট করেছেন কেজরিওয়াল। তিনি লিখেছেন, আমরা গণতন্ত্রে বাস করি। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে বাধা দিতে পারেন কি প্রধানমন্ত্রী? রাজনিবাস কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা ভারতের মানুষের। সূত্র: ঢাকাটাইমস আর/০৭:১৪/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JPEYzT
June 17, 2018 at 04:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top