গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডে উঠল ৬৬৯০টি হীরেখচিত ২৮ কোটির আংটি

সুরাট, ৩০ জুনঃ ৬ হাজার ৬৯০টি হীরে দিয়ে পদ্মের আকারে একটি আংটি বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন সুরাটের প্রখ্যাত দুই গয়না প্রস্তুতকারক বিশাল আগরওয়াল ও খুশবু আগরওয়াল। সবমলিয়ে হীরের ওজন ১৮ ক্যারেট।

পদ্মের প্রতিটি পাপড়িতে ৪৮টি করে হীরে খচিত রয়েছে। আংটির দাম মার্কিন ডলারে ৪, ১১৬, ৭৮৭, যা ভারতীয় মুদ্রায় ২৮ কোটি টাকা।

আংটিটির ওজন ৫৮ গ্রাম। এটি তৈরি করতে সময় লেগেছে ছ’মাস। গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ড সূত্রে দাবি করা হয়েছে, ওই আংটিতে ব্যবহৃত সবকটি হীরেই শুদ্ধ।

এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিল সাভিয়ো জুয়েলারি। সেই আংটিটি বানানো হয়েছিল ৩,৮২৭টি হিরে দিয়ে।

প্রস্তুতকারী ব্যবসায়ীদের দাবি, এই হীরের আংটি বানানোর পেছনে মূল উদ্দেশ্য ছিল প্রত্যেক মানুষকে জল সংরক্ষণের বিষয়ে সচেতন করা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ICgatD

June 30, 2018 at 05:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top