দমদম সেন্ট্রাল জেলে প্রেমিককে মাদক পাচার করতে গিয়ে ধৃত কলেজ ছাত্রী

কলকাতা, ১৩ জুনঃ দমদম সেন্ট্রাল জেলে মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক কলেজ ছাত্রী। জানা গিয়েছে, জেলবন্দি প্রেমিক ভগীরথ সর্দারকে হেরোইন পাচার করতে এসে সিকিইউরিটি চেকিংয়ের সময় দমদম পুলিশের হাতেই ধরা পড়ে যায় সে। পাউডারের কৌটো থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার হেরোইন।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুস্মিতা মালাকার। আজ সুস্মিতাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। নিজেদের হেপাজতে চাইবে পুলিশ।

সুস্মিতা বারাসতের নীলগঞ্জের বাসিন্দা। কলকাতার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার সঙ্গে ভগীরথ সর্দারের সম্পর্ক দীর্ঘদিনের। ভগীরথ আমডাঙা এলাকার দুষ্কৃতী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাইয়ের ছটি মামলা রয়েছে। সূত্রের খবর, ভগীরথের কর্মকাণ্ডে সহযোগিতা করত সুস্মিতা। ভগীরথের সঙ্গে একটি খুনের মামলায় নাম জড়িয়ে ছিল তারও। কিন্তু, নাগাল পেয়েও তাকে ধরতে পারেনি পুলিশ। বীজপুর থানায় একটি মামলাতেও ফেরার সুস্মিতা।
সুস্মিতার বাবা সঞ্জয় মালাকার বলেন, গতরাতে মেয়ে বাড়ি ফিরছে না দেখে দত্তপুকুর থানায় মিসিং ডায়েরি করতে যান তিনি। রাতে দমদম থানা থেকে ফোন করে জানানো হয়, তারা মেয়েকে গ্রেফতার করেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2l85OIQ

June 13, 2018 at 01:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top