কলকাতা, ২৪ জুন- একশোটি বিদ্যালয়কে ইংরাজি মাধ্যমে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার৷ শনিবার বেহালায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে এমনই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যজুড়ে মোট ১০০টি বিদ্যালয়কে চিহ্নিত করে অত্যাধুনিক ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে পরিণত করা হবে৷ তবে, শুধু ইংরাজি নয়৷ এই বিদ্যালয়গুলিতে ইংরাজির পাশাপাশি বাংলা মাধ্যমেও পড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্যের ১০০টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে ইংরেজি মাধ্যমে রূপান্তর করার জন্য। কিন্তু, বিদ্যালয়গুলিকে ইংরেজি মাধ্যম করা হলেও সেখানে বাংলা মাধ্যমে পড়ানো বন্ধ করা হবে না৷ তার জন্য আরও শিক্ষক নিয়োগ করা হবে। সাম্প্রতিককালে শিক্ষার ক্ষেত্রে ইংরাজি ভাষার উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার৷ পার্থ চট্টোপাধ্যায় নিজেও স্কুল স্তর থেকে উচ্চ শিক্ষা, সব ক্ষেত্রেই ইংরাজি ভাষা জানার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনগুলির প্রদর্শনীতে গিয়ে ৬ মাসের ইংরাজি কোর্স চালুর পরামর্শ দিয়েছিলেন তিনি৷ রাজ্যে ১০০টি স্কুলকে ইংরাজি মাধ্যমে পরিণত করার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সেই চিন্তাভাবনার অগ্রগতি বলে মনে করছে বিভিন্ন মহল৷ এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, ইংরেজি মাধ্যমে রূপান্তর করার জন্য পশ্চিম ও পূর্ব বেহালায় কয়েকটি বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে৷ পরবর্তীকালে ধাপে ধাপে আরও কয়েকটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম শুরু করার চিন্তাভাবনা রয়েছে। সেই বিদ্যালয়গুলির তালিকাও খুব শীঘ্র তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MV1ycf
June 24, 2018 at 07:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top