শিলিগুড়ি, ২৩ জুনঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে লেপার্ড সাফারি চালু করার জন্য ইতিমধ্যে দুটি পুরুষ লেপার্ড নিয়ে আসা হয়েছে। দু-দিন আগেই দক্ষিণ খয়েরবাড়ি থেকে লেপার্ড দুটি আনা হয়। আপাতত লেপার্ড দুটিকে নাইট শেডে রাখা হয়েছে। শেষ হয়ে গিয়েছে ফেন্সিংয়ের কাজ। কিন্তু চালুর আগে লেপার্ড সাফারির খামতি ধরিয়ে দিয়ে গেল নন্দনকাননের বিশেষজ্ঞ দল।
চলতি সপ্তাহের শুরুর দিকেই ওডিশার নন্দনকাননের দুজন বিশেষজ্ঞ বেঙ্গল সাফারিতে এসেছিলেন। সেই সময় লেপার্ড সাফারির এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফিরেই ওই বিশেষজ্ঞরা সাফারির বেশকিছু খামতি ধরিয়ে দিয়েছেন। তার মধ্যে সাফারির এনক্লোজারের উচ্চতা বৃদ্ধি, এনক্লোজার বৈদ্যুতিকরণ, পর্যাপ্ত জল রাখার ব্যবস্থা, আরও বেশি সবুজায়নের উপর জোর দিতে বলা হয়েছে। ইতিমধ্যে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে যে সমস্ত খামতি রয়েছে, সেগুলি দূর করার কাজ শুরু করেছে সাফারি কর্তৃপক্ষ। বেঙ্গল সাফারির ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় বলেন, ‘এনক্লোজারের কাজ প্রায় শেষ। সাফারি শুরু হওয়ার আগে একবার সবকিছু ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।’
সংবাদদাতাঃ রাহুল মজুমদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KhpwQq
June 23, 2018 at 03:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন