তীর্থযাত্রীরা কাশ্মীরের অতিথি, নিশ্চিন্তে যেতে পারেন অমরনাথ, বার্তা হিজবুল প্রধানের

শ্রীনগর, ২৭ জুনঃ আগামীকাল থেকে শুরু হতে চলেছে এবছরের অমরনাথ যাত্রা। তার ঠিক দু’দিন আগে হিজবুল মুজাহিদ্দিনের তরফে একটি অডিও বার্তা প্রকাশিত হয়েছে। যেখানে অমরনাথ যাত্রীদের আশ্বস্ত করে বলা হয়েছে তাঁরা নিশ্চিন্তে তীর্থযাত্রায় যেতে পারেন। তাদের লক্ষ্য পূণ্যার্থীরা নয়।

অনুমান করা হচ্ছে ১৫ মিনিট দীর্ঘ যে অডিও বার্তাটির গলার স্বর হিজবুলের অপারেশনাল কমান্ডার রিয়াজ আহমেদ নাইকুর। বলা হয়েছে তীর্থ যাত্রীরা কোনো নিরাপত্তা ছাড়াই নিশ্চিন্তে অমরনাথের পথে যেতে পারেন। তাঁরা কাশ্মীরের অতিথি। জম্মু-কাশ্মীরের ডিজিপি এসপি বৈদ জানিয়েছিলেন অমরনাথ যাত্রা উপলক্ষে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে, কারণ সন্ত্রাসবাদী সংগঠনগুলি তীর্থ যাত্রীদের উপর হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা সম্পূর্ণ ভুল বলে দাবি করা হয়েছে অডিয়ো বার্তাটিতে। আরো বলা হয়েছে, তাঁরা এখানে ধর্মীয় কারণে আসছেন। তীর্থযাত্রীদের সঙ্গে কোনো শত্রুতা নেই। বার্তা রয়েছে কাশ্মীরি পণ্ডিতদের জন্যও। ৯০-এ দশকে যাঁরা উপত্যকা ছেড়ে চলে গিয়েছিলেন চাইলে তাঁরাও কাশ্মীরে ফিরে আসতে পারেন, তবে তাদের জন্য পৃথক কোনো কলোনি তৈরি হবে না তাঁদের জন্য।

কড়া নিরাপত্তার মধ্যে দক্ষিণ কাশ্মীরের পহলগাম এবং মধ্য কাশ্মীরের বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Mty58h

June 27, 2018 at 12:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top