২০ জুন ভিডিয়ো কনফারেন্সে কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ জুনঃ আগামী ২০ জুন সকাল সাড়ে ন’টায় দেশের কৃষকদের সঙ্গে তাদের সমস্যা, কৃষিক্ষেত্রে নানা অগ্রগতির ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিতে উপকৃত লোকজনের সঙ্গে আলোচনার সময় তিন লক্ষ কমন সার্ভিস সেন্টারকে (সিএসসি) এই যোগাযোগের মাধ্যম হতে বলেন প্রধানমন্ত্রী। এই সেন্টারগুলি বর্তমানে নানা ডিজিটাল পরিসেবা পাওয়ার কেন্দ্র হিসাবে কাজ করছে।

সিএসসিগুলি যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম হবে। দেশের প্রধানমন্ত্রী তিন লক্ষ সিএসসি দিয়ে সরাসরি গ্রামের সঙ্গে কথা বলবেন।

আলাপচারিতাকে প্রাণবন্ত করে তুলতে মোদি অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের নিজেদের ভাষায় কথা বলার চেষ্টা করেন। শেষে ইদের শুভেচ্ছাও জানান তিনি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HQ9h7T

June 15, 2018 at 06:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top