মোগলসরাই জংশনের নাম বদলে শিলমোহর রেলমন্ত্রীর

লখনউ, ৫ জুনঃ উত্তরপ্রদেশের মোগলসরাই জংশনের নাম বদল নিয়ে টুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এবার থেকে উত্তর ভারতের এই গুরুত্বপূর্ণ স্টেশনের নাম হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এ নিয়ে নোটিশ জারি করেছে উত্তরপ্রদেশ সরকারও।

এই স্টেশনের নাম বদলানো নিয়ে বিতর্ক কম হয়নি। গত বছর ক্ষমতায় আসার পরই স্টেশনের নাম বদলের সিদ্ধান্ত নেয় যোগী আদিত্যনাথ সরকার। অনেকেই চেয়েছিলেন, স্টেশনের নাম রাখা হোক প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নামে, কারণ ওই এলাকাই তাঁর জন্মস্থান। কিন্তু বিজেপি-আরএসএস চেয়েছিল, নামকরণ হোক জনসঙ্ঘের তাত্ত্বিক ব্যক্তিত্ব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে কারণ ওই স্টেশনেই তাঁর রহস্যজনক মৃত্যু হয়েছিল। শেষপর্যন্ত তাঁর নামেই স্টেশনের নাম রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রেলমন্ত্রীর টুইটে তাতেই শিলমোহর পড়ল বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lih4x6

June 05, 2018 at 11:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top