ঢাকা, ৩০ জুন- আগে থেকেই শোনা যাচ্ছিলো নেইল ম্যাকেঞ্জির নাম। প্রোটিয়া এ অলরাউন্ডার যে টাইগারদের ভবিষ্যত ব্যাটিং কোচ- এমন গুঞ্জন ক্রিকেট পাড়ায় মাস দুয়েক ধরেই। বিভিন্ন প্রচার মাধ্যমে গত কয়েক মাসে একাধিকবার এমন সংবাদ প্রকাশিতও হয়েছে। তবে মাঝে বিষয়টি নিয়ে তেমন তোড়জোড় শোনা যায়নি। স্বদেশি গ্যারি কারস্টেন টিম বাংলাদেশের পরামর্শক হবার পর মনে হচ্ছিল ম্যাকেঞ্জির ব্যাটিং কোচ হওয়া মোটামুটি নিশ্চিত এবং তার ব্যাটিং কোচ হিসেবে যোগ দেয়াটা সময়ের ব্যাপার মাত্র। গেল সপ্তাহে হঠাৎ শোনা গেল ম্যাকেঞ্জিই ব্যাটিং কোচ; কিন্তু যারা তার নিয়োগ নিশ্চিত করতে পারেন, তাদের প্রায় সবাই দেশের বাইরে। তাই পুরো বিষয়টি এখনো ধোঁয়াশা থেকে গেছে। এদিকে আজ একটি অসমর্থিত সুত্রে জানা গেল, ম্যাকেঞ্জির কোচ হওয়া নিশ্চিত। এবং সব কিছু ঠিক থাকলে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরেই দলের সাথে যোগ দিচ্ছেন। একটি সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন, মানে ৭ জুলাই নাকি দলের সাথে কাজ শুরু করতে যাচ্ছেন ম্যাকেঞ্জি। কিন্তু খবরের সত্যতা নিয়ে খানিক সংশয় রয়েই গেছে। কোচ নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা সরাসরি সম্পৃক্ত, কাকাতালীয়ভাবে তারা সবাই এখন দেশের বাইরে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন আইসিসির নির্বাহী সভায় যোগ দিতে দেশের বাইরে। জাতীয় দল পরিচালনা, পরিচর্য্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও দেশে নেই। তিনি কানাডায়। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ব্যক্তিগত কাজে কদিন লন্ডনে কাটিয়ে সবে পরশু রাতে রাজধানীতে ফিরেছেন। প্রতিবেদকের সাথে আলাপে আজ তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। তার কথা, আমিতো কদিন দেশেই ছিলাম না। তাই ব্যাটিং কোচ বিষয়ের আপডেট আমার জানা নেই। এদিকে ব্যাটিং কোচ যে ৭ জুলাই কাজ শুরু করবেন, এমন খবর জানা নেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুরও। শনিবার রাতে প্রতিবেদকের সাথে আলাপে নান্নু বলেন, ৭ জুলাই ম্যাকেঞ্জি ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করবেন? কই আমি তা জানিনা তো। এমন কিছু হলে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিশ্চয়ই খবর আসতো। ম্যাকেঞ্জির কাজ শুরুর খবর নিশ্চিত হওয়া না গেলেও, এই দক্ষিণ আফ্রিকান যে তামিম, মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহদের ব্যাটিং কোচ এটা নিশ্চিত। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yZ102a
July 01, 2018 at 04:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top