সেন্ট লুসিয়া, ১৭ জুনঃ বল টেম্পারিংয়ে অভিযুক্ত শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চন্দিমল। রবিবার আইসিসির তরফ থেকে টুইট করে এই কথা জানান হয়।
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ফুটেজ দেখে দুই আম্পায়ারদের সন্দেহ হয় লঙ্কানরা বলের আকার পরিবর্তন করেছে। শাস্তি হিসেবে তাঁদের ৫ রান পেনাল্টিও করা হয়। এরপর তৃতীয় দিনের খেলার শুরুতেই নতুন বল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। আম্পায়ারদের এই সিদ্ধান্তে রাজি ছিল না শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট। ফলে তৃতীয় দিনে লঙ্কান কোনো খেলোয়াড় মাঠে নামেননি। ম্যাচ রেফারি জাভেগাল শ্রীনাথ লঙ্কান ড্রেসিংরুমে গিয়ে কোচ ও ম্যানেজারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এরপর মাঠে নামেন লঙ্কানরা। তবে পেনাল্টি রানের প্রতিবাদ করে লঙ্কানরা আবার মাঠ ছাড়েন। পরে অবশ্য কিছুক্ষণ পরেই মাঠে আসে শ্রীলঙ্কানরা।
এদিন আসিসির তরফ থেকে টুইট করে জানান হয়, ‘শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চন্দিমল আইসিসি’র ২.২.৯ আচরণবিধি লঙ্ঘন করেছেন।’ তবে তিনি কী শাস্তি পাবেন তা জানায়নি আইসিসি।
BREAKING: Sri Lanka captain Dinesh Chandimal has been charged for breaching Level 2.2.9 of the ICC Code of Conduct.
More to come… #WIvSL pic.twitter.com/EGU278hZug
— ICC (@ICC) June 17, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JTqIpO
June 17, 2018 at 05:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন