কালচিনি, ১৯ জুনঃ সংরক্ষিত বনাঞ্চল থেকে বিরল প্রজাতির দুটি কচ্ছপ সহ এক চোরাশিকারিকে গ্রেফতার করল বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত কোদালবস্তির রেঞ্জের রেঞ্জার ধিরাজ কামির নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালান। সেইসময় কোদালবস্তি রেঞ্জের নর্থ-ইস্ট কর্নার বিটের বড়োডাবরি ১ বি কম্পার্টমেন্ট এলাকায় বনাঞ্চলের জলাশয় থেকে দুটি কচ্ছপ শিকার করছিল এক যুবক। তা দেখতে পেয়ে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন বনকর্মীরা। উদ্ধার হওয়া কচ্ছপ দুটি জীবিত রয়েছে। কচ্ছপ দুটি ইন্ডিয়ান সফট শেল টার্টেল প্রজাতির বলে জানা গিয়েছে।
রেঞ্জার ধিরাজ কামি জানান, ধৃত চোরাশিকারি জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া হাসিমারার সুভাষিনী চা বাগানের আউট ডিভিশনের বাসিন্দা। তাকে জেরা করে আরও কয়েকজন চোরাশিকারির নাম জানা গিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে। মঙ্গলবার ধৃতকে আলিপুরদুয়ার মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
সংবাদদাতাঃ সমীর দাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2I0Ii9N
June 19, 2018 at 05:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন