সরকারি-বেসরকারি হজ্বযাত্রীদের ৮দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ

সরকারি-বেসরকারিভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে এবছর হজ্বগামী মানুষদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন চত্বরে ৮ দিনব্যাপী এই হজ্ব প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত মোঃ রহমতুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক আবুল কালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন নবাবগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এ.কে.এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. পাপিয়া সুলতানা। এসময় জেলার এবছরের হজযাত্রীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ হাজার ৬’শ ৩৯ জন পবিত্র হজ্ব পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এর মধ্যে সরকারীভাবে ৪৫ জন এবং বেসরকারীভাবে ১ হাজার ৫’শ ৯৮জন। প্রতিদিন প্রায় ২’শ জন করে ৮ দিনে সকল হজ্বগামীদের প্রশিক্ষণ দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2turhQR

June 25, 2018 at 01:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top