তৃণমূল-সিপিএম দ্বন্দ্বে উত্তপ্ত জামালদহ, নিহত এক, আহত ১৬

জামালদহ, ৩ জুনঃ রাজনৈতিক সংঘর্ষে রবিবার উত্তপ্ত হয়ে উঠল মেখলিগঞ্জ ব্লকের জামালদহের হরিরবাড়ি এলাকা। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম রমজান মিয়াঁ (৫০)।  তিনি এলাকার সিপিএম সমর্থক বলে পরিচিত। জানা গিয়েছে, এদিন বিকেল তিনটে নাগাদ তৃণমূলের সঙ্গে সিপিএমের রাজনৈতিক সংঘর্ষ বাধে। ঘটনায় উভয়পক্ষের মোট ১৬ জন আহত হয়েছেন। এক তৃণমূল সমর্থকের ঘরবাড়ি ভাঙচুর ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। সিপিএমের তরফে এই অভিযোগ অস্বিকার করা হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মহানন্দ সাহার দাবি, ‘তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে ওই এলাকায় গ্রাম পঞ্চায়েত আসনে সিপিএমের যুব নেতা আতাবুল ইসলাম জয়ী হয়েছিলেন। জয়ের পর থেকেই নানাভাবে আতাবুলকে হুমকি দেওয়া হচ্ছিল। এদিন তৃণমূল আশ্রিত গুণ্ডাবাহিনী অতর্কিতে কর্মীদের উপর আক্রমণ করে। এতে এক কর্মীর মৃত্যু হয়েছে।’ অপরদিকে, তৃণমূলের মেখলিগঞ্জ কোর কমিটির যুগ্ম সম্পাদক উদয় রায়ের  অভিযোগ, রেলের কাজ নিয়ে ওরা নিজেরাই গণ্ডগোলের মধ্যে জড়িয়ে পড়েছে। সিপিএম, ফরওয়ার্ড ব্লক ও বিজেপি মিলে অশুভ আঁতাত করে তৃণমূলের নামে বদনাম দিচ্ছে। তৃণমূল কাউকে আক্রমণ করেনি।

সংবাদদাতাঃ রামকৃষ্ণ বর্মন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JrCOtc

June 03, 2018 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top