শ্রীনগর, ৩ জুনঃ ফের বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি ভেঙে নির্বিচারে গুলিবর্ষণ করল পাকিস্তান। গুলিতে মৃত্যু হয়েছে দুই বিএসএফ জওয়ানের। রবিবার ভোর থেকে জম্মুর আখনুর সেক্টরের প্রাগওয়ালে হঠাৎই গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। গুলিতে জখম হন দুই বিএসএফ জওয়ান। পরে হাসপাতালে তাঁদের মৃত্য হয়। নিহত দুই জওয়ানের মধ্যে একজন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বলে জানা গিয়েছে। যদিও পালটা আক্রমণ করেছে ভারতও। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি বিনিয়ম চলছে বলে জানা গেছে। গত ২৯ মে ভারত ও পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের আলোচনায় জম্মু ও কাশ্মীরে সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে ২০০৩-র সংঘর্ষ বিরতি চুক্তি ‘অক্ষরে অক্ষরে’ মেনে চলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল।কিন্তু সপ্তাহ ঘোরার আগেই সেই চুক্তি আরও একবার ভাঙল পাকিস্তান। অন্যদিকে, শ্রীনগরে গতকাল পৃথক তিনটি গ্রেনেড হামলায় চার সিআরপিএফ জওয়ান-সহ ৬ জন গুরুতর জখম হয়েছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JdDqzw
June 03, 2018 at 10:59AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন