বাজপেয়ীকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ জুনঃ অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখতে এইমস হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, তাঁর যাওয়ার কয়েক ঘণ্টা আগেই বাজপেয়ীকে দেখতে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও। বাজপেয়ীর পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে কথা বলেন তিনি। বাজপেয়িকে দেখতে হাসপাতালে গিয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বিজেপি-র প্রবীণ নেতা এল কে আডবাণী।

সোমবার দুপুরে দিল্লির এইমস হাসপাতালে ভরতি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। পরিবারের তরফে জানানো হয়েছে, নিয়ম মাফিক চেকআপের জন্যই দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে ৯৩ বছরের এই বর্ষীয়ান নেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2y4LUrA

June 12, 2018 at 01:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top