মাধ্যমিকের প্রশ্নফাঁস কাণ্ডে দোষী প্রধানশিক্ষক হরিদয়াল রায়

কলকাতা, ৭ জুনঃ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দোষী সাব্যস্ত ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধানশিক্ষক হরিদয়াল রায়-সহ আরও চার জন। সময়ের আগেই নিয়মভঙ্গ করে প্রশ্নপত্রের সিল খোলায় তাঁকে সাসপেন্ড করল রাজ্য শিক্ষা দফতর। এর আগে তাঁকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা দফতরের তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন হরিদয়াল রায়। রিপোর্টে বলা হয়েছে, প্রধানশিক্ষক হরিদয়াল রায়ের উপস্থিতিতেই সেদিন সময়ের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হয়েছিল। সঙ্গে ছিল মোবাইল ফোনও। হরিদয়াল রায়ের বিরুদ্ধে  উত্তরপত্রের ছবি হোয়াটসঅ্যাপ করার অভিযোগের কোনও প্রমাণ মেলেনি।

প্রশ্নপত্র ফাঁস ইশ্যুতে পর্ষদকে না জানিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলায় এস আই বিশ্বনাথ ভৌমিক সহ অন্য স্কুলশিক্ষকদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রে খবর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sNv8Y9

June 07, 2018 at 05:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top