এবার থেকে ওজন ও লাগেজ সংখ্যা বাঁধল জেট

নয়াদিল্লি, ১৬ জুনঃ‌ এবার থেকে জেট এয়ারওয়েজের বিমানে দেশের মধ্যে সফর করতে গেলে চেক-ইন ব্যাগেজে নিতে পারবেন ১৫ কেজি ওজনের মাত্র একটি ব্যাগ। ১৫ জুলাই থেকে চালু হবে এই নিয়ম।

যাত্রীরা বিনামূল্যে ১৫ কেজি বা তার কম ওজনের মাত্র একটি ব্যাগ চেক-ইন লাগেজে দিতে পারবেন। প্রিমিয়ার ক্লাস যাত্রীরা ৩০ কেজির মধ্যে বিনামূল্যে দুটি ব্যাগ নিতে পারবেন চেক-ইন লাগেজে। ভারতে জেট এয়ারওয়েজই প্রথম বিমান সংস্থা যারা চেক-ইন লাগেজের ওজনের পাশাপাশি সংখ্যাও বেঁধে দিচ্ছে।
যাঁরা জেট এয়ারওয়েজের প্ল্যাটিনাম কার্ড সদস্যরাও মাত্র দুটি ব্যাগ নিতে পারবেন। তবে দুটি ব্যাগ মিলিয়ে তাঁদের লাগেজের ওজন হতে হবে ৫০ কেজির মধ্যে।

তবে কোনো ব্যক্তি মোট ১৫ কেজি ওজনের দুটি ব্যাগ চেক-ইন লাগেজে দিতে চাইলে কোনও বাড়তি টাকা দিতে হবে কিনা সেবিষয়ে সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়নি।

 

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tbXify

June 16, 2018 at 03:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top