ময়নাগুড়ি, ২০ জুনঃ গভীর রাতে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির নাকটানির বাড়ি এলাকায় তাণ্ডব চালাল একদল হাতি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নাকটানির বাড়ি এলাকায় ১৫-১৬টি হাতি ঢুকে পড়ে। এলাকার ৬টি বাড়িতে ভাঙচুর চালায়। জমিতে ঢুকে ফসল খেয়ে নেয়। ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগেও নাকটানির বাড়ি এলাকায় টানা একমাস ধরে তাণ্ডব চালিয়েছিল ৫০-৬০টি হাতি। প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর চালিয়েছিল হাতির দলটি।
বনদপ্তরের তরফে জানানো হয়েছে, মূলত খাবারের খোঁজেই হাতিরা বারবার ওই এলাকায় হানা দিচ্ছে। এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, বনকর্মীদের এলাকায় টহলদারির কাজে মোতায়েন করা হয়েছে।
সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MIEgpR
June 20, 2018 at 05:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন