মুম্বই, ২০ জুনঃ ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৮-এর শিরোপা জিতে নিলেন তামিলনাড়ুর কলেজ ছাত্রী ১৯ বছরের অনুকৃতী ব্যাস। ৩০ জনকে হারিয়ে সেরা সেরা খেতাব জিতলেন তিনি। প্রথম রানার্স আপ হয়েছেন হরিয়ানার মীনাক্ষি চৌধুরী এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন অন্ধ্রপ্রদেশের শ্রে রাও কামভারাপু। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন করন জোহার এবং আয়ুষ্মান খুরানা। এবছর ফেমিনা মিস ইন্ডিয়ার ৫৫তম আসর। বলিউডের বহু অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট তারকারাও।
বিচারক প্যানেলে ছিলেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার, কেএল রাহুল, ইরফান পাঠান, মালাইকা আরোরা এবং কুণাল কাপুর।
অনুষ্ঠানে পারফরম্যান্স করেন মাধুরী দীক্ষিত, করিনা কাপুর ও জ্যাকলিন ফার্নান্ডেজরা।
অনুকৃতী ব্যাস এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন মিস ওয়ার্ল্ড খেতাবের জন্য। আর দুজন রানার্স আপ ভারতের প্রতিনিধিত্ব করবেন মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৮ ও মিস ইউনাইডেট কন্টিনেন্টস ২০১৮-র জন্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tay2XM
June 20, 2018 at 04:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন