কলকাতা, ৩০ জুনঃ সংশোধনাগারে অস্বাভাবিক বন্দীমৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ পেতে চলেছে পরিবার। সোমবার তাদের হাইকোর্টে ডাকা হয়েছে।
জানা গিয়েছে, গতবছরের ১৫ সেপ্টেম্বর সুপ্রিমকোর্ট নির্দেশ দেয়, দেশের প্রতিটি রাজ্যের হাইকোর্টকে মামলা রুজু করে সংশোধনাগারে মৃত বন্দীদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেইবিষয়ে হস্তক্ষেপ করতে হবে। ৩ নভেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য মামলা রুজু করেন। সংশোধনাগারগুলির পরিদর্শনের পাশাপাশি রাজ্যের কোন কোন সংশোধনাগারে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কতজন বন্দীর মৃত্যু কী কারণে হয়েছে, তা খতিয়ে দেখার জন্য হাইকোর্টের আইনজীবী তাপস ভঞ্জকে আদালত বান্ধব নিযুক্ত করেন। রিপোর্টে জানা গিয়েছে, ৪ বছরে ৪০ জন সাজাপ্রাপ্ত বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত এই ৪০ বন্দীর পরিবারকে নোটিস পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উপস্থিত থাকার জন্য ওই নোটিস পাঠাতে বলা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KhtAkF
June 30, 2018 at 12:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন