বর্তমান ক্রিকেট বিশ্বে ব্যাটসম্যানদের জন্য নতুন আতঙ্ক আফগান স্পিনার রশিদ খান। তার ঘূর্ণিতে বারবার বিধ্বস্ত প্রতিপক্ষের ব্যাটিং লাইন। মাত্র ১৯ বছর বয়সেই বিস্ময়ে পরিণত হয়েছেন রশিদ। দেশের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগও। এদিকে রশিদের এমন পারফরমেন্সে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। তাকে নিয়ে গবেষণায় মেতেছে পুরো বিশ্ব। তবে রশিদ রহস্যের কারণটা জানালেন রশিদ নিজেই। তিনি বললেন, আমার সাফল্যের অন্যতম কারণ সব কিছু সাধারণভাবে নেয়া, আমি যা করেছি তা আলাদা কোনো পরিকল্পনার অংশ নয়। আমি সব কিছু স্বাভাবিকভাবে নিই। শুধু লাইন-লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করি। বলটি ঠিক জায়গায় ফেলি। তিনি আরও বলেন, এ মুহূর্তে আমি ক্রিকেটটা দারুণ উপভোগ করছি। সময়টাও ভালো যাচ্ছে। আমি সদ্য আইপিএল খেলে এসেছি, যা সত্যিকার অর্থেই ক্রিকেটের বড় মঞ্চ। কেউ তাতে পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস এমনিই বেড়ে যাবে। আরও পড়ুন: আফগানদের কাছে বাংলাওয়াশকে স্বাভাবিক বলছেন সাকিব উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন রশিদ খান। ৩ ম্যাচে ১১ ওভার বল করে ওভারপ্রতি মাত্র ৪.৪৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৮ উইকেট। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/০৯:০০/ ০৮ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LxwBJF
June 08, 2018 at 08:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন