জিজ্ঞাসাবাদ শেষে ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র‍্যাব

সুরমা টাইমস ডেস্ক :: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

বুধবার রাত ১১টার দিকে তাকে র‌্যাব-৩-এর কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. এমরানুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকের পর ইমরান এইচ সরকারকে র‌্যাব-৩ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে শাহবাগে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এরআগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে শাহবাগ থেকে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তুলে নিয়ে যায়। এসময় বাম ছাত্র সংগঠনের নেতারা বাধা দিলে তাদের লাঠিপেটা করে র‌্যাব। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়।

আহতরা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দি (২৭), সহ-সভাপতি অনিক রায় (২৭), ঢাকা মহানগর সভাপতি দিক শীল (২৬), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়জুল্লাহ এবং ঢাবির সহ-সভাপতি সাখাওয়াত ফাহাদ।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2sBAB53

June 07, 2018 at 03:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top