জিএসটি-র আওতায় আসতে পারে জ্বালানি তেল

নয়াদিল্লি, ২১ জুন ঃ দাবিটা উঠেছিল, অনেকদিন আগে থেকেই। এবার পেট্রোল-ডিজেলকে জিএসটি আওতাভূক্ত করার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করল কেন্দ্র। সেক্ষেত্রে জ্বালানি তেলের দামে ২৮ শতাংশ জিএসটি বসাতে পারে কেন্দ্র। তার সঙ্গে যুক্ত হবে বিভিন্ন রাজ্যের যুক্তমূল্য কর। সেক্ষেত্রে বর্তমান দামের থেকে জ্বালানি তেলের দাম কতটা কমবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনলে, বর্তমান দাম অনেকটাই কমবে বলে জানিয়েছিল বিভিন্ন বণিক সংগঠন। সেক্ষেত্রে সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি নিলেও জ্বালানির দাম ঘোরাফেরা করবে ৫০ টাকার আশপাশে। কিন্তু কেন্দ্রের এক শীর্ষ আধিকারিকের কথায়, বিশ্বের কোনো দেশেই তেলের ওপর শুধু জিএসটি লাগু নেই। তার সঙ্গে যুক্ত হয় বিভিন্ন রাজ্যের কর. যার জেরে রাজ্যভেদে জ্বালানি তেলের দাম ওঠানামা করে। ভারতেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাত্র ৬ শতাংশ যুক্তমূল্য কর নেওয়া হয়, আবার মুম্বইয়ে নেওয়া হয় সর্বাধিক ৩৯.১২ শতাংশ যুক্তমূল্য কর।

অন্যদিকে, ফের কিছুটা কমল জ্বালানি তেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম ১১ পয়সা কমে হয়েছে ৭৮.৮৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৭০.২৩ টাকা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JYqv8P

June 21, 2018 at 12:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top