সোনারপুরে ‘ফেসবুক লাইভ’-এ আত্মহত্যা কিশোরীর

সোনারপুর, ১১ জুনঃ ফেসবুকে লাইভ করে আত্মঘাতী হল এক কিশোরী। মৃত ছাত্রীর নাম মৌসুমি মিস্ত্রি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বৈদ্যপাড়ার ঘটনা। সোনারপুর কামরাবাদ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল সে।

স্থানীয় সূত্রে খবর, সোনারপুরেরই ঘাসিয়াড়ার বাসিন্দা আরিয়ান নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল মৌসুমীর। গতকাল দুপুরে এক বান্ধবীর ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায় মৌসুমি। সন্ধ্যা ৬ টা নাগাদ ফেরে। এরপর থেকে আর কারোর সঙ্গে সেভাবে কথা বলেনি। তার মা শম্পা মিস্ত্রি আয়ার কাজ করেন। তিনি সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে যান। মৌসুমির বাবা ও ভাই কর্মসূত্রে বাইরে থাকেন। তাই মা বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিল সে।

কিছুক্ষণ পর পাড়ার একটি জলসাতে যায়। সেখান থেকে ফিরে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। কিন্তু, সকাল আটটা বেজে গেলেও কোনো সাড়াশব্দ মেলেনি তার। এরপর অনেক ডাকাডাকি করেও কাজ না হলে জানালা দিয়ে ঘরে ভেতরে তার মা দেখতে পান ঘরের কড়িকাঠে ওড়নায় ফাঁস লাগিয়ে দেহ ঝুলছে।

দরজা ভেঙে ভেতরে ঢোকার পরও মোবাইলে ফেসবুক লাইভ অন করা ছিল। সেখানেই তার আত্মহত্যার ভিডিও দেখতে পায় পুলিশ এবং পরিবারের সদস্যরা। ঘটনার আগে আরিয়ানের সঙ্গে সোশ্যাল সাইটে তার দীর্ঘক্ষণ কথা হয় বলে জানা গিয়েছে। আরিয়ান বিষয়টি জানলেও কেন কাউকে কিছু জানায়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় মৌসুমীর পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jx4WI5

June 11, 2018 at 12:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top