মালদহ, ২০ জুন- ২০১৯ সালের লোকসভা ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেল ফ্রন্ট গড়ার চেষ্টা করছেন৷ সেই উদ্যোগকেই মঙ্গলবার কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷ এদিন তিনি দলের একটি কর্মসূচিতে যোগদান করতে হাজির হয়েছিলেন মালদহে৷ সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন৷ তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আগে নিজের রাজ্যকে বাঁচান। নিজের রাজ্যটাই চলে যাবে। দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। পঞ্চায়েত নির্বাচন নিয়েও তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছেন৷ বলেছেন, যেখানে বন্দুকের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে নমিনেশন দিতে হয়। সেটা নির্বাচন। যেখানে গণনা কেন্দ্রে ঢুকে তৃণমূলের গুন্ডা বাহিনী ও পুলিশ ঢুকে যেখানে জোর করে শংসাপত্র গ্রহণ করে। সেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে আখড়া ধরার কোনও কারণ নেই। নির্বাচন শান্তিপূর্ণ হলে। মানুষের ভোটাধিকারের ব্যবস্থা থাকলে তৃণমূল সরকার আর থাকবে না। এখানে বিজেপি সরকার হবে। আরও পড়ুন: গণতন্ত্রে মমতা সবচেয়ে বড় ডাকাত আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে৷ তাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভুলভাল ও মিথ্যা প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন। এমনকী তিনি কাশ্মীর নিয়েও মুখ খোলেন৷ জানান, দীর্ঘদিন ধরে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে৷ পাথর ছোড়ার ঘটনা বাড়ছে৷ তাই সমর্থন প্রত্যাহার ছাড়া আর কোনও উপায় ছিল না৷ তথ্যসূত্র: Kolkata24x7 আরএস/০৯:০০/ ২০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2t935D8
June 20, 2018 at 09:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top