ইতিহাস গড়ে নারী এশিয়া কাপ নিজেদের ঘরে তুলল বাংলাদেশ। ভারতকে ৩ উইকেটে হারিয়ে জয় পায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশে লড়াকু দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছে। কুয়ালালামপুরের কিনরানা ওভাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করেছে ভারত। ভারতীয়দের পক্ষে একাই লড়েছেন অধিনায়ক হারমানপ্রিত কৌর। তার অপরাজিত হাফসেঞ্চুরিতেই একশ ছাড়ায় ভারতের ইনিংস। ঐতিহাসিক ফাইনাল ম্যাচে প্রথমে সালমারা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ম্যাচে হারের পর থেকে এখন পর্যন্ত খেলা নিজেদের প্রথম ম্যাচ ব্যতীত বাকি সব ম্যাচেই দাপট দেখিয়েছেন তারা। টুর্নামেন্টে সমান সমান পয়েন্ট নিয়ে ফাইনালে উঠা এ দল দুটির মধ্যে আজ বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন ক্রিকেটবোদ্ধারা। এর আগে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ প্রমীলা একাদশ : শামিমা সুলতানা, আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজা তুল কোবরা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আখতার, সালমা খাতুন (অধিনায়ক), সানজিদা ইসলাম, রুমানা আহমেদ। আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে ভারত ভারত প্রমীলা একাদশ) : মিতালী রাজ, স্মৃতি মঠানা, হারমানপিত কের (সি), বেদী কৃষ্ণমূর্তি, আনুজা পাটিল, দীপ্তি শর্মা, ঝুলন গোস্বামী, তানিয়া ভাটিয়া (একশত), একতা বিশট, শিখা পান্ডে, পুমাম। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JGAsa5
June 10, 2018 at 09:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top