দার্জিলিংয়ের গোয়েন্দা ইনস্পেকটরকে গ্রেফতার করল পুলিশ

কলকাতা, ৯ জুনঃ দার্জিলিং জেলার গোয়েন্দা শাখার ইনস্পেকটর প্রবীর দে সরকারকে অবশেষে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা। গত ৪ জুন তাঁর কলকাতার কসবার রাজডাঙার বাড়ি থেকে গোয়েন্দারা উদ্ধার করে ১১ টি আগ্নেয়াস্ত্র, নগদ ৬.৫ লক্ষ টাকা ও ৫ লক্ষাধিক টাকার সোনার গয়না। শুক্রবারই ওই ইনস্পেকটরকে লালবাজারে ডেকে পাঠানো হয়। সেখানে দীর্ঘক্ষণ জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু  করা হয়েছে। এদিন তাঁকে আদালতে তোলা হলে সোমবার পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jox0l8

June 09, 2018 at 10:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top