নয়াদিল্লি, ২৭ জুনঃ ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১০ আগস্ট পর্যন্ত। মোদি সরকারের কাছে আসন্ন অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে তিন তালাক বিল সহ বহু গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা। পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা, মেডিক্যাল শিক্ষার জাতীয় কমিশন বিল এবং রূপান্তরকামী বিলও পেশ করা হবে। পাশাপাশি, ৬টি অর্ডিন্যান্সও পেশ করা হবে।
সংসদ সচল রাখতে বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে সাক্ষাত করলেন কেন্দ্রীয় সংসদ-বিষয়ক প্রতিমন্ত্রী বিজয় গোয়েল। সংসদের স্বাভাবিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রবীণ কংগ্রেস নেতার দ্বারস্থ হয়ে তাঁর দলের সহযোগিতার আর্জি জানালেন তিনি।
গোয়েলের দাবি, এক্ষেত্রে বিরোধীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কংগ্রেসের মনমোহন সিংহের কাছে বাদল অধিবেশনের সুষ্ঠু পরিচালনার জন্য আহ্বান করেন।
গোয়েল জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর আর্জিতে সাড়া দিয়েছেন। তিনি বলেন, সংসদ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, তার জন্য সরকার ও বিরোধী—উভয়পক্ষকেই দায়িত্ব নিতে হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z0IV3Z
June 28, 2018 at 09:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.