কোচবিহারে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, গ্রেফতার জামাইবাবু

শিলিগুড়ি ও কোচবিহার, ৫ জুনঃ কোচবিহারে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর জামাইবাবুকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম নাগরবাসী সরকার। সোমবার গভীর রাতে শিলিগুড়ি সেবক রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, রবিবার রাতে কোচবিহার-১ ব্লকের চান্দামারিতে দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হন নারায়ণ সরকার নামে ওই বিজেপি কর্মী। প্রথমে তাকে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে ভরতি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার ভোরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গতকালই অস্ত্রোপচারের জন্য তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি-র কোচবিহার জেলা নেতৃত্ব। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। যদিও অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে তৃণমূল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JsnQ6u

June 05, 2018 at 02:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top