আরএসএস মোদিকে খুন করে তার দায় মুসলমান ও বামপন্থীদের ওপর চাপাতে পারে: শেহলা রসিদ

নয়াদিল্লি, ১০ জুনঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার চক্রান্ত করা হচ্ছে বলে কিছুদিন আগে পুনে পুলিসের দল আদালতে দাবি করে। এই ঘটনার তদন্তে ৫ জনকে গ্রেফতারও করা হয়। এর রেশ কাটটে না কাটতেই আরও এক ধাপ এগিয়ে বিতর্কিত টুইট  করলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সহকারী সাধারণ সম্পাদক শেহলা রসিদ। তিনি টুইটারে লেখেন, ‘আরএসএস ও নীতীন গডকড়ি মিলে মোদিকে হত্যার চক্রান্ত করছে। এবং  এই হত্যার দায় মুসলমান ও বামপন্থীদের ওপর চাপাবে তাঁরা।’

এরপরই দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই টুইটের পালটা টুইট করেছেন নীতীন গডকড়ি। তিনি লেখেন, ‘আমাকে ও প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত নিয়ে যারা আপত্তিকর মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LEMfmu

June 10, 2018 at 08:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top