আর্জেন্টিনাকে রুখে দিল আইসল্যান্ড

মস্কো, ১৬ জুনঃ অসাধারণ রক্ষণ ও গোলরক্ষকের নৈপুণ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দিল আইসল্যান্ড। শনিবার মস্কোয় ‘ডি’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র ককল আর্জেন্টিনা। প্রথমার্ধের ১৯ মিনিটে সার্জিও আগুয়েরোর দুর্দান্ত গোলে  এগিয়ে যায় আর্জেন্টিনা। কিছুক্ষণ পরেই ( ২৪ মিনিটে) আলফ্রেড ফিনবোগাসনের গোলে ম্যাচে সমতা ফেরায় আইসল্যান্ড।  দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁকেই ফাউল করায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইসল্যান্ডের গোলরক্ষক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2t4wOxd

June 16, 2018 at 09:49PM
16 Jun 2018
পরবর্তী দেখুন
বিজেপিকে রুখতে বাম মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠকে মমতা
পূর্ববর্তী দেখুন
বিশ্বনাথ-ওসমানীনগরবাসীকে এনামুল হক মামুন’র ঈদ শুভেচ্ছা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী অধ্যুষিত জনপদ বিশ্বনাথ ও ওসমানীনগর নির্বাচনী এলাকার সর্বস্থরের জনসাধারণ-সহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত সম্ভাব্য ‘সংসদ সদস্য’ পদপ্রার্থী অা.ক.ম এনামুল হক মামুন। ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, খ্যাতিমান স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব এনামুল হক মামুন ঈদুল ফিতরক উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বলেন- ঈদুল ফিতর নিছক কোন অানন্দ, ফুর্তি কিংবা উৎসব পালনের দিন নয়, বরং ঈদ নিজেকে অপরের তরে বিলিয়ে দেবার অাসমানী তাগিদ নিয়ে আসে। তিনি বলেন- খোদা পদত্ত এই ঈদ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে যেমন গড়ে তুলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের সেতুবন্ধন, ঠিক তেমনি শান্তিপূর্ণ, প্রেমময় ও অাদর্শের সমাজ বিনির্মাণেও ঈদের অাবেদন চিরন্তন। এনামুল হক মামুন আরো বলেন- মাসব্যাপী সিয়াম সাধনার পুরস্কার পবিত্র ঈদুল ফিতর মূলতঃ সমাজের ভেদরেখা ও সংকীর্ণতার সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায়, সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ এবং ধনী-গরীব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। তাই ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে ভ্রাতৃত্ববোধের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে ঈদগাহে যাবার আগেই যাকাত-ফিতরা পরিশোধের পাশাপাশি সমাজের এতিম, অনাথ, দুস্থ, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেবার জন্য বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে ইসলামী ঐক্যজোটের এই নেতা বলেন- স্বাদ ও সাধ্যের সমন্বয়ে আমাদের ঈদ যেনো হয় প্রেমপূর্ণ ও সর্বজনীন এক আনন্দ উৎসব।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top