কুয়ালালামপুর, ৯ জুনঃ পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল মিতালিবাহিনী। শনিবার কুয়ালালামপুরের কিনরারাতে টসে জিতে ব্যাট করতে নামে পাকবাহিনী। কিন্তু একতা বিস্তের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সানা মির সর্বোচ্চ (অপরাজিত) ২০ ও নাহিদা খান ১৮ রান করেন। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে একতা বিস্ত ৩টি উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মিতালি রাজ (৬ বলে ০ রান) এবং দীপ্তি শর্মার( ২ বলে ০ রান) উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৬৫ রানের জুটিতে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারত। ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মিতালিরা। স্মৃতি ৪০ বলে ৩৮ রান ও ৪৯ বলে ৩৪ রানে করে অপরাজিত থাকেন হরমনপ্রীত।
All over! Six-time winners India are into the final of the #AsiaCup after their comprehensive 7-wicket win over Pakistan.
Smriti 38 (40)
Harmanpreet 34* (49)
Ekta 3/14#INDvPAK #AsiaCup #WAC2018 pic.twitter.com/5eQy3aUipD— BCCI Women (@BCCIWomen) June 9, 2018
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবেন হরমনপ্রীতরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xWCFJL
June 09, 2018 at 05:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন